• Top News

    আমাকে সিইসি করা হলেও নির্বাচন সুষ্ঠু হবে না: গয়েশ্বর

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৭:২০:৫২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, ‘নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের দেশে কোনো ফ্যাক্টর না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করে, নির্বাচন কমিশনের লোকবল নাই। তাই মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, এমনকি আমাকেও প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) করা হ‌লে নির্বাচন সুষ্ঠু হ‌বে না।’

    বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ের নিচতলায় মঙ্গলবার দুপুরে এক দোয়া ও মিলাদ মাহ‌ফি‌লে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এ সব কথা ব‌লেন।

    জাতীয়তাবাদী কৃষক দল এ কর্মসূচির আয়োজন ক‌রে‌।

    গয়েশ্বর ব‌লেন, ‘অনির্বা‌চিত সরকার নির্বাচন ক‌মিশন গঠ‌নে যে আইন তৈ‌রি করছে তা বেআইনি। অতী‌তের অপকর্ম ঢাক‌তে আইন তৈ‌রি। কা‌জেই ওদের আইন ওদেরই থাকুক। আমরা তো ব‌লে‌ছি য‌দি টিউমারটা ফে‌লে দি‌তে পা‌রি, পরীক্ষায় য‌দি দে‌খি ক্যানসার নাই তাহ‌লে জা‌তি প‌রিষ্কার।’

    আরও ব‌লেন, ‌‘নির্বাচনকা‌লীন সরকার প্রতিষ্ঠার আন্দোলন ‌মে‌ডি‌সিন ও হো‌মিও দি‌য়ে কাজ হ‌বে না। এবার স্যা‌র্জিক্যা‌লে যে‌তে হ‌বে। তাহ‌লেই এই সরকার টিক‌বে না, সরকারের টিকার ম‌তো কিছু নাই।’

    মা‌র্কিন নি‌ষেধাজ্ঞা প্রস‌ঙ্গে  ব‌লেন, ‘বি‌শ্বের শ‌ক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র যা‌দের বিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞা দিয়ে‌ছে তারা কি রা‌ষ্ট্রের জন্য অপ‌রিহার্য? সরকার য‌দি তা‌দের অবস‌রে পা‌ঠি‌য়ে দিত তাহ‌লেও তো তারা (যুক্তরাষ্ট্র) ম‌নে কর‌ত বাংলা‌দে‌শের সরকার বিষয়‌টি আম‌লে নি‌য়ে‌ছে। কিন্তু বাংলা‌দেশ সরকার পাত্তা না দি‌য়ে যা‌দের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে তা‌দের‌ প্রে‌সি‌ডেন্ট পুরষ্কা‌রে ভূষিত ক‌রে‌ছে। আশঙ্কার বিষয় আমরা যেভাবে পাত্তা দি‌চ্ছি না সেটি বহির্বিশ্বে শ‌ক্তি ও রোষান‌লে একঘ‌রে হ‌য়ে যাবো না তো? একা কো‌নো দেশ চল‌তে পা‌রে না, একা চলা যায় না।’

    সংগঠ‌নের সি‌নিয়র সহসভাপ‌তি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রা‌খেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সংসদ সদস্য মোশারফ হো‌সেন প্রমুখ। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content