• Top News

    দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ৫:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলা কারাগারে শফিকুল ইসলাম (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চম্পাতলা এলাকার হাসান আলীর ছেলে। তার কয়েদি নম্বর ছিলো ৩৩৩। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯ লাখ টাকা অর্থ প্রতারণার অভিযোগে এনআই অ্যাক্টের দুটি মামলায় ২০২১ সালের ২৩ জুলাই থেকে কারাগারে রয়েছেন শরিফুল। একটি মামলায় ছয় মাস এবং অপরটিতে এক বছরের সাজা হয় তার।
    দিনাজপুর জেল সুপার মকাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শরিফুলের। আগে থেকেই কিডনির সমস্যা ছিলো তার। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content