• সারাদেশ

    সেতাবগঞ্জে ৩টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ৫:১২:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহিন আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের সেতাবগঞ্জে বুধবার ৮৮লাখ ৯৭৭টাকা ব্যায়ে ৬ ও ৭নং-ওয়ার্ডের ৩টি সড়ক কার্পেটিং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় ৭নং-ওয়ার্ডের মালিপাড়া সুমনের বাড়ী হতে সোনালী হাসকিং মিল ও দুর্গামন্দির হতে রেলঘুম্টি পর্যন্ত, সকাল সাড়ে ১১টায় ৬নং-ওয়ার্ডের হাসপাতাল গেট হতে কালুর বাড়ী পর্যন্ত এবং দুপুর ১২টায় রেল ষ্টেশনের কর্ণার হতে এলএসডি গোডাউনের গেট ও আলমের বাড়ী পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, ৭নং-ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন, ৬নং- ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আশরাফুল আলম, ৮নং-ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মামুনসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
    ক্যাপশনঃ দিনাজপুরের সেতাবগঞ্জে বুধবার ৮৮লাখ ৯৭৭টাকা ব্যায়ে ৩টি সড়ক কার্পেটিং উন্নয়ন কাজের অংশ হিসেবে ৬নং-ওয়ার্ডের রেল ষ্টেশনের কর্ণার হতে এলএসডি গোডাউনের গেট এবং আলমের বাড়ী পর্যন্ত উন্নযন কাজের উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content