• খুলনা বিভাগ

    তালায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের এজিএম অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ৫:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    বি. এম. জুলফিকার রায়হান (দিনাজপুর২৪.কম) তালায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, কালব”গ” অঞ্চল এর ডিরেক্টর মো. আরিফ হাসান, কালব এর জেলা ব্যবস্থাপক (খুলনা ও সাতক্ষীরা) এস এম ইদ্রিস এবং অধ্যক্ষ মো. কামরুল ইসলাম সেলিম প্রমুখ।
    দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগীতায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, কালব এর কোষাধ্যক্ষ স্বপন কুমার মিত্র। অনুষ্ঠানে আগামী দুটি অর্থ বছরের জন্য সংগঠনের বাজেট ও বিগত বছরের আয়-ব্যয় উপস্থাপন করা হয়। এছাড়া সংগঠনের মূলধন, ঋনসীমা, সদস্য সংখ্যা বৃদ্ধি সহ সংঘঠন ও সদস্যদের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত উত্থাপন এবং অনুমোদন করা হয়। এসময় সংগঠনের সদস্য তালা উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content