প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ৫:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলার অন্যতম প্রাচীন একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বাদশা চৌধুরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, প্রবাসী বাদশা চৌধুরী সম্প্রতি দেশে ফিরে একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে গতানুগতিক ম্যানেজিং কমিটি গঠণের সাথে দ্বিমত পোষন করে ভোটাধিকারের মাধ্যমে কমিটি গঠনের দাবি তোলেন। সেই প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজমের প্রচেষ্ঠায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত সোমবার (২৪ জানু:) বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকারের মাধ্যমে ম্যানিজিং কমিটির ৫জন সদস্য নির্বাচন করেন। তারা হলেন, আব্দুল লতিফ, গোলাম সাকলাইন বাবুল, হেদায়তুল চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আওলাদ এবং আকতারা বেগম। নির্বাচিত সদস্যগণ মঙ্গলবার (২৫ জানু:) প্রবাসী বাদশা চৌধুরীকে ভোট দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। নির্বাচন পরিচালনা করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ।