• খেলাধুলা

    ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বার্টি

      প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৪:৩৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) অবশেষে দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো অস্ট্রেলিয়ার। ৪২ বছরের মধ্যে নারী এককে দেশটির প্রথম টেনিস তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন অ্যাশলে বার্টি।

    রড লাভার অ্যারেনায় সেমিফাইনালে অ-বাছাই আমেরিকান ম্যাডিসন কিসকে হারিয়েছেন ২৫ বছর বয়সী তারকা। গত আসরের উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি জিতেছেন ৬-১ ও ৬-৩ গেমে।

    এখন আরেকটি ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে তাকে। আর এক জয় পেলেই ৪৪ বছর পর পুরুষ বা নারী এককে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে চ্যাম্পিয়নের মুকুট পরবেন বার্টি। ১৯৭৮ সালে স্বাগতিক হিসেবে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ক্রিস্টিন ও’নিল।

    শীর্ষ বাছাই বার্টি শনিবারের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন ইগা সুইয়াতেক বা ডেনিল কলিন্সকে। সপ্তম বাছাই পোলিশ তারকা সুইয়াতেক ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন। ১৯ বছর বয়সী তারকার এবারের লক্ষ্য দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলা। অন্যদিকে, ২৭তম বাছাই আমেরিকার কলিন্স প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল খেলার পথে। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content