• সারাদেশ

    পঞ্চগড়ে করোনা সংক্রমণ রোধে তথ্য অফিসের প্রচারণা

      প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৭:১০:৩৬ প্রিন্ট সংস্করণ

    সুকুমার বাবু দাস (দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ে তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন-এর প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ নির্দেশনা সমূহ পঞ্চগড় জেলার  বিভিন্ন  ইউনিয়নে গ্রাম, ও পাড়া মোহল্লায় প্রচারণা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রিয় এই দফতরের সার্বিক প্রচার-প্রচারণা কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্বসহ কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড়  জেলা তথ্য অফিসার  মো: হায়দার আলী ।  জেলার প্রত্যেকটি উপজেলার পাড়া, মহল্লা সহ সড়ক ও মহাসড়কে উক্ত প্রচারণা পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনের মতো  আজ বুধবার দিনব্যাপী পঞ্চগড়ের বিভিন্ন সড়ক মহাসড়কে গিয়ে প্রচারনা চালাতে দেখা যায়। প্রচারনার সময় নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তি এবং তাঁর পরিবারের প্রতি সহানুভুতিশীল ও মানবিক আচরন করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content