• Top News

    দেশে একদিনে করোনায় মৃত্যু ২০, শনাক্ত ১৫,৪৪০

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২২ , ৬:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন।

    শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩০৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে পদ্ধতিতে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের মধ্যে ৯ জন চট্টগ্রামের, ৫ জন ঢাকার, ২ জন রাজশাহীর, ২ জন সিলেটের এবং বরিশাল ও ময়মনসিংহের ১ জন করে আছেন।

    এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জনের। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content