• সারাদেশ

    সৈয়দপুরে নিজ বাসা থেকে কাপড় ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২২ , ১০:৫৫:২৪ প্রিন্ট সংস্করণ

    প্রতীকী ছবি

    (দিনাজপুর২৪.কম) নীলফামারীর সৈয়দপুর শহরের কাজিরহাট এলাকার নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক এবং ওই এলাকার মৃত কমর উদ্দিনের পুত্র।

    সৈয়দপুর থানা-পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে নিহতের তিনতলা বাসভবনের নিচতলার শোয়ার ঘর থেকে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

    খুনিরা তার মাথায় কোনো ভারী বস্তু দ্বারা উপর্যুপরি আঘাত করে নৃশংস ভাবে খুন করে বলে পুলিশ জানায়।

    নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, রোজ দিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা ঘরে ঘুমান। আমরা চার ভাই ওপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের খবর দেয়।

    তিনি জানান, আমার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগের কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তার কোনো শক্র নেই।

    সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।

    এ রিপোর্ট লেখার সময় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content