প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২২ , ৩:২২:৪৮ প্রিন্ট সংস্করণ
মোস্তাফিজার রহমান (দিনাজপুর 24.কম) আসন্ন ৭নং উথরাইল ইউনিয়ন বাসী সালাম আদাব ও শুভেচ্ছা নিন। অটোরিকশা মার্কায় ভোট দিন। আসন্ন ৩১ তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অপটোরিকশা মার্কায় ভোট দিবেন জনগণে।
আসন্ন ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদে পরপর ৪ বার মেম্বার ও মেম্বানী সদস্য পদে নির্বাচনে জয়ী হয়েছেন মোঃ নাজমুল ভাই,পরপর ৪ বার ইউনিয়ন পরিষদে জনগণের সেবা দিয়ে গেছেন তাই জনগণ আবার পরিষদে তাকে চায়, সৎ যোগ্য মোঃ নাজমুল হক (নাজু) ভাই এবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে জনগণ তাকে দেখতে চায়,
পরপর ৪ বার ইউনিয়ন পরিষদে জনগণের পাশে থেকে মন করেছে জয় এবার চেয়ারম্যান হবে নিশ্চয়,ভোট হচ্ছে পবিত্র আমানত যাকে তাকে ভোট দিয়ে করিবেন না খেয়ানত,সৎ যোগ্য নির্ভিক কোমল উদার মনের মানুষ সে যে আমাদের মোঃ নাজমুল ভাই,এবার অটোরিকশা মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে দেখতে চাই,গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে সব সময় থাকতে চায় সে তো আমাদের মোঃ নাজমুল ভাই,মোঃ নাজমুল ভাইয়ের সততা ও ভালো কাজ দেখে মুগ্ধ হয়েছে জনগণ এবার চেয়ারম্যান হিসেবে দিয়েছে সমর্থন,৭নং উথরাইল ইউনিয়ন বাসীর চোখে মনি আমাদের মোঃ নাজমুল ভাই এবার চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে তাকে দেখতে চাই,
মোঃনাজমুল ভাইয়ের ভালো কাজের সমর্থন দিবে অবশ্যই জনগণ,ইউনিয়ন পরিষদে যার আছে ভালো কর্ম বা ভালো কাজ জনগণ তাকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে আনতে করিবে না পিছ পাস,নিঃস্বার্থে ভোট দিয়ে জনগন মোঃ নাজমুল ভাইকে করবে পাস,সে যে আমাদের মোঃ নাজমুল হক (নাজু) ভাই অটোরিকশা মার্কায় ভোট দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের দেখতে চাই। যদি থাকে জনগণ সহায় আল্লাহর হুকুমে হবে জয় ৩১ শে জানুয়ারি বৈকাল বেলা অটোরিকশা মার্কার জয় হবে ইনশাআল্লাহ।