প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ৩:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর অভিযানে একটি প্রাইভেট কার এবং ৪৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে।
ফ্লাইট লেফটেন্যান্ট, সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, ৩১ জানুয়ারি দুপুরে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৪৪০ বোতল ফেন্সিডিল সহ মনসাপাড়া, কুন্তব্যপুর ইউনিয়ন জেলা নীলফামারীর মোঃ আরিফ এবং রঘুনাথপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁওজেলার মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে র্যাব। র্যাব আরো জানানয়, এই দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ী।