প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ২:৪৯:৩৮ প্রিন্ট সংস্করণ
মো. নজরুল ইসলাম/ আব্দুস সালাম/ মো. আফজাল হোসেন (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের উপর রেলগেটে বেরিয়ার না থাকায় দড়ি টানিয়ে গেট বন্ধ করায় লাইনের উপর প্রাইভেট কার উঠে গেলে বুধবার সকালে (২ ফ্রেব্রু:) কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
জানা গেছে, বিরামপুর শহরের দক্ষিণ রেলগেটে (ঘোড়াঘাট রেলগেট) রেল লাইনের উপর দিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবস্থিত। এই মহাসড়ক দিয়ে দিন-রাত হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। এই লাইন দিয়ে ট্রেন যাতায়াতের সময় রেলের ই/১০১সি নং গেটের দু’ধারে বেরিয়ার ফেলানো হয়। কিন্তু গত দু’দিন ধরে বেরিয়ার বিকল হওয়ায় ট্রেন আসা যাওয়ার সময় সেখানকার গেটম্যান সাইফুল্লা দু’ধারে দড়ি টানিয়ে গেট বন্ধ করে দিয়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন আটকানোর চেষ্টা করেন। বুধবার সকাল ৬.৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি এই লাইন দিয়ে আসার আগে গেটম্যান দড়ি টানিয়ে গেট বন্ধ করে দেন। কিন্তু ঘন কুয়াশায় ঐ দড়ি দেখতে না পেয়ে পার্বতীপুর থেকে জয়পুরহাটগামী একটি মারুতি প্রাইভেট কার দড়ি ছিড়ে লাইনের উপর উঠে গেলে ড্রাইভার পালিয়ে যায়। একই সময় ট্রেন এসে ঐ প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ দূরে ঠেলে নিয়ে যায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে গিয়ে কারের ভিতর থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসা রেলের হিলি আইসি’র সাব-ইন্সপেক্টর মহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে পার্বতীপুর মধ্যপাড়ার শাহপাড়া গ্রামের আব্দুল হালিম শাহের ছেলে হাফিজুর রহমান শাহ (৪০) এর পরিচয় পাওয়া গেলেও অপর দু’জনের পরিচয় জানা যায়নি।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত দিনাজপুর২৪.কমকে জানান, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে আইনশৃংখলা তদারকি করি।