প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ৩:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল’-এ ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ করছে রোগীদের স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা বলছে, হাসপাতালের কাছে কিছু টাকা বকেয়া থাকায় সেবা বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটায় হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, স্যানডোর শুধু আমাদের হাসপাতালের রোগীদেরই ডায়ালাইসিস করে না, সব হাসপাতালেই তারা ডায়ালাইসিস করে থাকে। আমাদের কাছে তাদের কিছু বিল বকেয়া আছে, সেটিও প্রসেসিংয়ের মধ্যে আছে। এখন তারা রোগীদের জিম্মি করে ডায়ালাইসিস সেন্টারে তালা দিয়ে বন্ধ করে চলে গেছে। এতে রোগী এবং তাদের স্বজনরা বিক্ষোভ করছে।
তিনি বলেন, এটিতো আমাদের হাসপাতালের কোনো সমস্যা নয়, স্যানডোর তালা মেরে চলে গেছে, এটা তাদের দায়। সেবা বন্ধ করে দেওয়াটা অন্যায়। মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) কাজী হানিফুল ইসলাম জানান, কিডনি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধের প্রতিবাদে রোগীর স্বজনরা সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে বললে তারা সড়ক ছেড়ে দেন। -অনলাইন ডেস্ক