• Top News

    মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান।

    বুধবার রাত সোয়া ৯টার দিকে ধানমণ্ডিতে নিজের বাসায় তিনি এই ঘটনা ঘটান।

    ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

    খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাত সাড়ে ১০টার দিকে লাশ ওই ফ্ল্যাটের ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। আবু মহসিন খান কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তারা।

    নায়াক রিয়াজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনার বিস্তারিত এখনো জানেন না তিনি। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content