প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৪৭:৩৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বাংলা একাডেমির সভাপতি হচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বৃহস্পতিবার সেলিনা হোসেন নিজেই দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, চিঠি এখনো পাননি।
সন্ধ্যায় সেলিনা হোসেন বলেন, আমিও শুনেছি। কিন্তু সরকারের কোনো চিঠি আমি হাতে পাইনি। শুনেছি, রাষ্ট্রপতি সাক্ষর করেছেন। চিঠি হাতে পেলে এই বিষয়ে মন্তব্য করব।
গত বছরের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান।
দেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন। তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা। বাঙালির অহংকার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা যোগ করেছে। তার গল্প উপন্যাস ইংরেজি, রুশ, মেলে এবং কানাড়ী ভাষায় অনূদিত হয়েছে। -ডেস্ক রিপোর্ট