• Top News

    বইমেলা শুরু ১৫ই ফেব্রুয়ারি

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৮:০২:২১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) অমর একুশে বইমেলা আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন।

    আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান জানান, ১৫ই ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২২ শুরু হবে। সেদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করবেন। মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দু’একদিনের মধ্যে জানিয়ে দেয়া হবে।

    তবে বইমেলা কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content