• স্বাস্থ্য কথা

    আবারো বাড়ল করোনায় মৃত্যু

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

    একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩।

    এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

    শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে শুক্রবারের বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু ও ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্তের খবর জানানো হয়।

    বৃহস্পতিবার দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন। সেদিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content