প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর এবার হুট করেই অধিনায়ক বদলাল সিলেট সানরাইজার্স। মোসাদ্দেক হোসেনকে সরিয়ে দিয়ে ইংল্যান্ডের রবি বোপারার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে সিলেট সানরাইজার্স। টসের সময় দলটির অধিনায়ক হিসেবে মোসাদ্দেকের জায়গায় বোপারাকে দেখা যায়।
যদিও সংবাদমাধ্যমে প্রেরিত একাদশ তালিকায় মোসাদ্দেকের নামের পাশেই অধিনায়ক লেখা ছিল। টসের পর জানানো হয় অধিনায়ক পরিবর্তনের বিষয়টি।
বোপারা এর আগে চার ম্যাচে ব্যর্থ হওয়ায় একাদশে জায়গা হারান। এরার তিনি ফিরলেন অধিনায়ক হবে।
মোসাদ্দেকের অধীনে ৬ ম্যাচে মাত্র একটিতে জিতেছে সিলেট। ৩ পয়েন্ট নিয়ে টেবিলে সবার তলানিতে তারা। সিলেটের ম্যানেজার কাজী মাসুক আল বারি জানিয়েছেন, মোসাদ্দেকের চাওয়াতেই নাকি নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
এনামুল হক বিজয়কে দায়িত্ব দিতে চাইলেও রাজি হননি। তাই বোপারাকে বেছে নেওয়া। কাজী মাসুক বলেন, ‘মোসাদ্দেক নিজের খেলায় আরো বেশি মনোযোগ দিতে চায় সে। তার জায়গায় দায়িত্ব নিতে সহ অধিনায়ক বিজয়কেও (এনামুল) প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে যেহেতু সে শুরু থেকে দলীয় পরিকল্পনায় খুব বেশি সম্পৃক্ত ছিল না, সেও নেতৃত্ব নিতে অপারগতা জানায়।’
শেষ পর্যন্ত তাই বোপারাকে বেছে নেওয়া বলে জানান সিলেট ম্যানেজার, ‘দেশের ক্রিকেটারদের মধ্যে কাউকে না পেয়ে বোপারাকে প্রস্তাব দেওয়া হয়। এই ম্যাচের আগে বোপারার সঙ্গে কথা বলে তাকে রাজি করান কোচ (মার্ভিন ডিলন)।’
এর আগে চট্টগ্রাম পর্বে হুট করেই মেহেদি হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যা নিয়ে নাটক হয়েছে অনেক। -অনলাইন ডেস্ক