• সারাদেশ

    ডোনার বিডি রক্তদানকারী প্রতিষ্ঠান ছড়িয়ে পড়ছে সারাদেশে

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২২ , ১:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ডোনার বিডি রক্তদানকারী প্রতিষ্ঠান ছড়িয়ে পড়ছে সারাদেশে।  এই ওয়েব পোর্টালটির মাধ্যমে অনলাইনে রক্তদান করা যাবে। তিষ্ঠানের প্রধান রোমান হোসেন
    শাওন জানান, আমরা সারাদেশে অনলাইনে অসহায় মানুষদের রক্ত দিয়ে সহায়তা করতে চাই।

    সোশ্যাল মিডিয়ার উপর সর্বোচ্চ নির্ভর করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের একটি অনলাইন ব্লাড ব্যাংক সংস্থা। www.DonorBD.com এই সংস্থাটির কেবল দুই মাসে রক্তদাতার সংখ্যা দুই হাজারেরও বেশি এবং রক্তের জন্য রিকোয়েস্ট ১১৬ টিও বেশি। সংস্থাটি কাজ করছে পুরো বাংলাদেশ জুড়ে ৬৪ টি জেলা নিয়ে। তাদের মূল উদ্দেশ্য পুরো বাংলাদেশের মানুষকে সল্প সময়ে সহজে রক্ত পেতে বিনামূল্যে সাহায্য করবো। বর্তমানে ডিজিটাল যুগে ডিজিটাল সার্ভিস নিয়ে এসেছে এই সংস্থাটি। তাদের ভিশন ৩০ লক্ষ রক্তদাতাদের সাথে সম্পর্ক তৈরি করা এবং নতুন প্রজন্ম কে রক্তদানে উৎসাহ করে তোলা।
    “তরুণ তরুণীরা মানবতার তরে,
    রক্তদাতা তৈরি হোক ঘরে ঘরে”

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content