• Top News

    মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা: তথ্যমন্ত্রী

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা। আর যে সংগঠন খালেদা জিয়াকে সার্টিফিকেট দিয়েছে, তাদের পরিচিতি নেই। এরা নতুন একটা সংগঠন। বিএনপি যে ফার্মের সঙ্গে লবিস্ট করতে চুক্তি করেছে, সেই ফার্মই খালেদা জিয়াকে ডেমোক্রেসির সার্টিফিকেট দিয়েছে। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এমন কিছু করেননি যে তাকে মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট দেওয়া হবে। ২০১৮ সালের সার্টিফিকেট এখন দেখানো হাস্যকর।

    বুধবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    হাছান মাহমুদ বলেন, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের চ্যানেল দেখা যায়, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যায়নি এ বিষয় নিয়ে দোরাইস্বামীর সঙ্গে কথা হয়েছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি চ্যানেল দেখাতে তারা অনেক টাকা দাবি করে যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধানের জন্য বলা হয়েছে।

    ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা তৈরি করবে বলে জানান তিনি। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content