প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৬:১২ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুর শহরের লালবাগ শান্তিপুর এলাকায় আগুনে পুড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে তাদের খোজখবর নিয়েছেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রাশেদ পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিমুল দপ্ত, আল ইমরান উজ্জ্বল সহ অন্যান্য নেতাকর্মীরা।
যুবলীগ সভাপতি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যার ঘর আগুনে পুড়ে গেছে। সে বুঝে তার কষ্টটা। তিনি বৃত্তবান ব্যক্তিদেরও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য ও নগদ টাকা সহায়তার জন্য বিশেষ ভাবে আহবান জানান। তিনি আরো বলেন, যুবলীগ দিনাজপুরে আত্ম মানবতার সেবায় কাজ করে আসছে। আমি দিনাজপুরের সন্তান। আমি সব সময় আপনাদের পাশে থাকবো।