প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ২:৩১:০৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রবিউল ইসলাম বাটুল (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
কোতয়ালি থানা পুলিশ বিষয়টি জানতে পেরে রবিউল ইসলাম বাটুলকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে বাটুল মারা যান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহত রবিউল ইসলাম বাটুল একজন কুখ্যাত মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৩৪টি মামলা রয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।