প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ১:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রংপুরের পীরগাছায় বাড়ি ছেড়ে চলে যাওয়া স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন ইমরাজ হোসেন রনি নামে এক যুবক।
রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পীরগাছা থানার ওসি সরেস কুমার ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন তিনি। পুরো ঘটনা জেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ওসি।
জানা গেছে, চার বছর আগে রনি ভালোবেসে পাশের হাসিম গ্রামের দরিদ্র দিনমজুর বাদল হোসেনের মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে বিয়ে করেন। দুই বছর আগে তাদের কোলে আসে ছেলে সন্তান। গত কয়েকদিন ধরে বিয়ের সময় ধার্য করা দেনমোহরের পাঁচ লাখ টাকা, নিজের বাবা-মায়ের ভরণপোষণসহ বিভিন্ন দাবি করেন সাথী। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। গত বুধবার কাউকে কিছু না বলে ছেলে শাকিব রিশাদকে নিয়ে সাথী বাড়ি থেকে বের হয়ে যান।
খোঁজাখুঁজির পর পাশের রতনপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে স্ত্রীর অবস্থানের কথা জানতে পেরে শনিবার সেখানে গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেন রনি। কিন্তু কিছুতেই স্বামীর সংসারে ফেরাতে বিফল হয়ে একাই বাড়ি ফিরে গিয়ে ফেসবুক লাইভে এসে বিষপান করেন রনি।
বিষপানের আগে রনি নিজের মৃত্যুর জন্য স্ত্রীসহ কয়েকজন ঘনিষ্ট স্বজনদের দায়ী করে কথা বলেন। এ সময় লাইভে এক কিশোরকে দেখা গেলেও তার পরিচয় জানা যায়নি। অনলাইন ডেস্ক