প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৮:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) গতকাল রাতে দিনাজপুরের বাশেরহাট এলাকায় দুবৃর্ত্তের কোপে এবং হামলায় যুবলীগ নেতা মো: হান্নান এখন মৃত্যুশর্য্যায়। তার মাথায় প্রায় ৫০টির উপর সেলাই করা হয়েছে। বিভিন্ন অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে তার হাতের আংগুল, শরীরে বিভিন্ন স্থানে কুপিয়েছে দুবৃর্ত্তরা, হাতের রগ কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে । প্রথমে এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা শংকটাপন্ন হওয়ায় হান্নানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মো: হান্নান দিনাজপুর কোতয়ালী যুবলীগের সহ-সভাপতির পদে বহাল রয়েছেন। কারা হামলা করেছে হান্নানের উপর এখনও তা জানা যায়নি। হান্নানের পরিবার জানান, হান্নান বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। সে সুস্থ্য হলেই মামলা করা হবে। তখন সকলে জানবেন কারা এই অতর্কিত হামলায় জড়িত ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবলীগ নেতা হান্নান রংপুর মেডিকেল কলেজে চিকিৱসাধীন রয়েছে। তার অবস্থা খুবই নাজুক এবং আশংকাজনক।