• খুলনা বিভাগ

    যুগীখালী ইউনিয়নের সেল্প-হেল্প গ্রুপের ৩০ জন নারী সদস্যদের মাঝে ছাগল বিতরণ

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৪৯:০০ প্রিন্ট সংস্করণ

    জন অমৃত মন্ডল বিশেষ প্রতিনিধি : গ্রামীন প্রান্তিক নারী সদস্যদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কলারোয়া উপজেলায়, যুগীখালী ইউনিয়নের ৩০ জন সেল্প-হেল্প গ্রুপের নারী সদস্যদের মাঝে ছাগল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবিউল হাসান, চেয়ারম্যান, ১২ নং যুগিখালী ইউনিয়ন পরিষদ, মেজর বিভুদান সমদ্দার, ডিস্ট্রিক কোঅর্ডিনেটর, দি স্যালভেশন আর্মী, প্রিন্স এলিসন, প্রজেক্ট ম্যানেজার ও যুগীখালী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগন। লাইভলিহুড সিকিউরিটি এন্ড কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে যুগীখালী ইউনিয়নে ১৫ টি সেল্প-হেল্প গ্রুপ, ৬টি কৃষক ক্লাব ও ৮টি কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে বিভিন্ন সচেতনতা কার্যক্রম ও জীবিকায়ন সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে ফলপ্রসূ ও টেকসই গ্রামীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে দি স্যালভেশন আর্মী নামক উন্নয়ন সংস্থা।

    সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ রোধে যুগীখালী ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

    সম্প্রতি সময়ে করোনাকালীন সময়ে বাংলাদেশে বাল্য বিবাহের পরিমান আশংক্ষাজনক হারে বৃদ্ধির ফলে কিশোরী-নারীদের স্বাস্থ্য ঝুকি ও পারিবারিক বিবাদ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।  করোনা সংক্রামণের প্রকোপ হ্রাস কারনে ইউনিয়ন পর্যায়ে সাধারন জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ও বাল্য বিবাহ রোধ উৎসাহিত করতে কলারোয়া উপজেলার ১২ নং যুগীখালী ইউনিয়ন পরিষদে করোনা-কালীন সময়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভার  সভাপতিত্ব করেন জনাব রবিউল হাসান, চেয়ারম্যান, ১২ নং যুগিখালী ইউনিয়ন পরিষদ,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া। যুগীখালী ইউনিয়নের সকল নির্বাচিত জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যগন এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে করোনার সংক্রামণ রোধে স্থানীয় জনগণকে সরকারের সকল নির্দেশনা অনুসারে স্বাস্থ্য বিধি মেনে চলা ও  বাল্য বিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যদের সক্রিয় ভুমিকা রাখার জন্য নির্দেশনা দেন। সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব  ইউনিয়ন পর্যায়ে করোনার সংক্রামণ ও বাল্য বিবাহ রোধের মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেব সামনে এগিয়ে যাওয়া। বেসরকারী সংস্থা দি স্যালভেশন আর্মী- লাইভলিহুড সিকিউরিটি এন্ড কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।

     

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।