• Top News

    করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৫৮:৪১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জন। শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।

    এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯০৭ জনের। মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।

    গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content