• সারাদেশ

    বোচাগঞ্জে উদ্যাক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহিন আলম (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের বোচাগঞ্জে গত বুধবার থেকে চলা পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প অয়োজিত দুইদিনের উদ্যাক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগিতায় পল্লীশ্রী ইউনিট অফিসে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ২০ জন নারী অংশ নেয়। নারীদের প্রশিক্ষণ দেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহিন আক্তার। উল্লেখ্য যে, সফল উদ্যোক্তা তৈরী এবং ব্যবসার গুণগতমান বজায় রাখাসহ নারীদের ক্ষমতাসীন করার জন্য পল্লীশ্রী এ প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীর প্রত্যেককে প্রকল্পের পক্ষ থেকে একটি করে ছাতা দেওয়া হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content