প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২২ , ৭:১৫:২৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ইউক্রেন সংকট মোকাবিলায় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে বলেছেন, ন্যাটো জোটের আরও দৃঢ় সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। রাশিয়ার পদক্ষেপকে শুধু নিন্দা জানানো যথেষ্ট নয়। খবর: বিবিসি
ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আজ শুক্রবার এবং পরের দিকে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হবে।
স্থানীয় সময় গতকাল ভোরে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। তার এই নির্দেশের পরই ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রুশ বাহিনী। আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তারা ইউক্রেনের রাজধানী কিয়েভেও প্রবেশ করেছে। -ডেস্ক রিপোর্ট