প্রতিনিধি ৪ মার্চ ২০২২ , ১০:০৩:৪২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ‘ব্যাটে-বলে ছেলেরা যেভাবে লড়াই করেছে, সেটা দেখে ভালো লাগল,’ ম্যাচ জিতে বললেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার মিরপুরে ৬১ রানে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জেতার পর তার প্রতিক্রিয়া, ‘১৫৫ করার পর মনে হয়েছিল, আমরাই জিতব। নাসুম সত্যি খুবই ভালো বোলিং করেছে। পাওয়ারপ্লেতে ওর বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’
তিনি যোগ করেন, ‘আফগানিস্তানের বিপক্ষে জিতে আমরা খুশি। ওরা টি ২০ দল হিসাবে ভালো। তাই বলে এক জয়েই আমরা আত্মতৃপ্তিতে ভুগতে পারি না। পরের ম্যাচেও জিততে চাই।’
আফগান অধিনায়ক মোহাম্মদ নবী নিজের বোলারদের প্রশংসা করেন। তার ধারণা ছিল, ১৫৬ তাড়া করে জেতা সম্ভব। ‘কিন্তু পাওয়ারপ্লেতে আমরা উইকেট ছুড়ে দিয়ে আসি। এটাই আমাদের হারার কারণ,’ বলেছেন অলরাউন্ডার নবী। -ডেস্ক রিপোর্ট