• রংপুর বিভাগ

    দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেল কসাই

      প্রতিনিধি ৪ মার্চ ২০২২ , ১২:৪৭:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক কসাই নিহত হয়েছেন। এঘটনায় আরো ২জন আহত হয়েছেন।
    জানা গেছে, শুক্রবার (৪ মার্চ) সকালে পৌর এলাকার বেগমপুর গ্রাম থেকে বিরামপুর শহরে একটি মোটর সাইকেল যোগে ৩জন আসছিলেন। রেলগেট এলাকায় পৌছালে পিছন দিক থেকে দু’টি ট্রাকের প্রতিযোগিতায় একটি ট্রাক এসে মোটর সাইকেলকে চাপা দেয় দেয়। এতে মোটর সাইকেল আরোহী তিনজন বেগমপুর গ্রামের মৃত: মমতাজের পুত্র আজিজুর রহমান (৫৮), এবং জোয়ালকামড়া গ্রামের শুকুর আলী ও হায়দার আলী গুরুত্বর আহত হন। তাদেরকে চিকৎসার জন্য রংপুর নেওয়ার পথে আজিজুর রহমান মৃত্যু বরণ করেছেন। নিহত আজিজার শহরের হাজি মার্কেট মোড়ের গরুর মাংশ বিক্রেতা।
    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content