• Top News

    ‘এই রকম ফোরটোয়েন্টি সরকার জীবনে দেখিনি’

      প্রতিনিধি ৫ মার্চ ২০২২ , ৫:১১:১৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই রকম ফোরটোয়েন্টি সরকার জীবনে দেখিনি। যখন ক্লাশ ওয়ানের প্রশ্নপত্র ফাঁস হয়, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, এরকম প্রশ্নপত্র ফাঁস তো বহু আগে থেকেই হচ্ছে। কত নির্বিকার। চট্টগ্রামে টিসিবির ট্রাকের পেছনে নারী-পুরুষ দৌড়াচ্ছে। এই সরকারের বিরুদ্ধে পেশাজীবীরা একা কিছু করতে পারবে না।’

    ‘দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা এবং গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিএনপিপন্থি পেশাজীবীদের সংগঠন প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশ।

    সেমিনারে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, রাজনীতির লড়াইয়ে পেশাজীবীদের ভূমিকা আছে। এই সরকারের অধীনে ভোট হবে না। এই সরকারকে অপসারণ করতে হবে, এই সরকারকে সরিয়ে কাকে আনব- সেটাও নির্ধারণ করতে হবে পেশাজীবীদের। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content