• Top News

    করোনায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৮

      প্রতিনিধি ৫ মার্চ ২০২২ , ৫:১৩:৪৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) মরণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

    আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে।

    আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে।

    গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪১ শতাংশ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।