প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ৪:৫২:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ মোকাররম হোসেন (দিনাজপুর২৪.কম) বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রংপুর অঞ্চল কর্তৃক আয়োজিত ৫দিনব্যাপী গাইড গাইডার মৌলিক প্রশিক্ষণ-২০২২ দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ০২-০৬ মার্চ-২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে ৪০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৪০ জন মহিলা শিক্ষক এই প্রশিক্ষণটি গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীবৃন্দ এই প্রশিক্ষণ গ্রহণ করবেন। ০৬ মার্চ-২০২২ তারিখ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমীন, আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইড এর এসোসিয়েশন, রংপুর অঞ্চল। এ সময় আরো উপস্থিত মোঃ মিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, দিনাজপুর সদর, ওয়ালেদা বেগম, আঞ্চলিক কোষাধ্যক্ষ, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রংপুর অঞ্চল। অনুষ্ঠানটির সভাপতি ছিলেন মোকসেদা পারভীন, দিনাজপুর গাইড জেলা কমিশনার। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সুমাইয়া তাবায়সুম ও তানিয়া আমিন।