প্রতিনিধি ৮ মার্চ ২০২২ , ৫:২৩:৩২ প্রিন্ট সংস্করণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে সাধারণ নির্বাচনে নব নির্বাচিত ৪টি ইউনিয়নের ৪ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
৭ মার্চ সোমবার দুপরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহন করা হয়। এতে ঘোড়াঘাট, বিরল, বীরগঞ্জ ও সদর উপজেলা থেকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এ সময় ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউপি থেকে সদের আলী খন্দকার, ২নং পালশা ইউপি থেকে কবিরুল প্রধান, ৩নং সিংড়া ইউপি থেকে সাজ্জাদ হোসেন এবং ৪নং ঘোড়াঘাট ইউপি থেকে আসাদুজ্জামান ভুট্টু শপথ গ্রহণ করেন।
গত ৩১ জানুয়ারী ঘোড়াঘাটের ৪টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৪টি ইউপির দুটিতে আওয়ামীলীগ এবং অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।