প্রতিনিধি ৮ মার্চ ২০২২ , ৫:২৭:২৬ প্রিন্ট সংস্করণ
দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, সম অধিকার পাচ্ছেন, স্বাবলম্বী হচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে নারীদের সম-অধিকার নিশ্চিত করে প্রথম নারী নীতি প্রণয়ন করেছেন শেখ হাসিনা সরকার। আজকে নারী-পুরুষ যোগ্যতার ভিত্তিতেই সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার উদ্যোগ সারাবিশ্বে প্রশংসনীয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ ২০২২) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী।
আলোচনা সভার পূর্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী উপজেলার শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।