প্রতিনিধি ১২ মার্চ ২০২২ , ৬:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহিন আলম (দিনাজপুর২৪.কম) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ নৌপরিবহন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আধুনিক বিশে^র সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের আগামী প্রজন্মকে মেধা সমপন্ন হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত হতে হবে। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে সারা পৃথিবীর অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোন প্রভাব পড়েনি। প্রধানমন্ত্রী জনগনের সমর্থন পাচ্ছে বলেই মায়ের মমতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ( পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত)” শীর্ষক কর্ম সূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল প্রদান, বসতঘর, উপজেলা কৃষি প্রশিক্ষন সেন্টার, আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ফেজ-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথাগুলো বলেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলা উদ্দীন শেখ, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল প্রদান ও উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ফেজ-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।