• রংপুর বিভাগ

    দিনাজপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে হামদর্দের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২২ , ১১:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

    মাহবুবুল হক খান (দিনাজপুর২৪.কম) বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে হামদর্দ দিনাজপুর শাখার উদ্যোগে চারুবাবুর’র মোড়স্থ কার্যালয়ে গরিব-অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে গরিব-অসহায় রোগিদের মাঝে ওষুধ বিতরণ করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডাঃ সরল চন্দ্র রায়। এ সময় হামদর্দের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ শাহজাহান, মেডিকেল অফিসার হাকিম মোঃ আনিসুর রহমান, সহকারী মেডিকেল অফিসার হাকিম সুমী আক্তার, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ মোঃ আশরাফুল ইসলামসহ হামদর্দের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রায় আড়াই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শরবতে রুহ আফজা দিয়ে আপ্যায়ন করা হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content