• খেলাধুলা

    আইসিসি বর্ষসেরা ট্রফি হাতে পেলেন ৩ পাকিস্তানি ক্রিকেটার

      প্রতিনিধি ২০ মার্চ ২০২২ , ১১:২৪:২৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরাদের নাম ঘোষণা হয়েছিল আগেই। ওই তালিকায় ছিল পাকিস্তানের তিন খেলোয়াড়ের নাম। এবার ঘোষিত সেই খেলোয়াড়েরা হাতে বুঝে পেলেন নিজেদের ট্রফি। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ওই তালিকার অন্যতম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তিনি ২০২১ সালের ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। এতে অত্যন্ত খুশি দারুণ ফর্মে থাকা আফ্রিদি। টুইটারে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করে ট্রফি জেতাটা গর্বের ব্যাপার।’

    অন্য দুই সেরা ক্রিকেটার হলেন- অধিনায়ক বাবর আজম ও উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বাবর ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার ও রিজওয়ান টি-২০ ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

    সূত্র : ডেইলি জং

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content