প্রতিনিধি ২১ মার্চ ২০২২ , ৫:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে এখন পুরোপুরি একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক-শ্রমিকের জীবনে কোনো উন্নতি না হলেও আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে যারা লুটপাট করছে তাদের উন্নতি হয়েছে।’
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে। আজকে যারা টিসিবির ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায় ন্যায্য মূল্যে পণ্য কেনার জন্য, তাদের কোনো উন্নতি হয়নি। গ্রামের কৃষকের পণ্যের দাম বাড়েনি। শ্রমিক ভাইদের মজুরি বাড়েনি, তাদের কোনো উন্নতি হয়নি। যে শিক্ষক অল্প বেতনে চাকরি করেন, তার কোনো উন্নতি হয়নি। ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী-হকার তাদের কোনো পরিবর্তন হয়নি। অবস্থার পরিবর্তন হয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে লুটপাট করছে তাদের।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন পুরোপুরি একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই লুটপাটের স্বর্গরাজ্য আজকের নতুন না, এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যেই আছে। যখনই তারা ক্ষমতায় যায়, তখনই তারা লুটপাট করে। স্বাধীনতার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসল তখন এই দেশে একটা চরম দুর্ভিক্ষ হয়েছিল। লাখো মানুষ না খেয়ে মারা গিয়েছিল। তখন দলীয় লোকেরাই তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। সেই সময় শেখ মুজিবুর রহমান একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন।’
তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। তারও আগে একটা অবৈধ কেয়ারটেকার সরকারের নাম করে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের যে সরকার এসেছিল, তাদের একটাই উদ্দেশ্য ছিল দেশকে বিরাজনীতিকরণ। গণতন্ত্রহীন একটা রাষ্ট্র তৈরি করা, তাই তারা করেছিল। তাদের সঙ্গে চক্রান্ত করে আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে বাংলাদেশকে রাজনীতিহীন করে ফেলেছে। গণতন্ত্রহীন করে ফেলেছে। দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়ে ছদ্মবেশী গণতন্ত্রের নাম করে আবারও বাকশাল প্রতিষ্ঠা করেছে। সে কারণেই আজকে দেশের এই চরম দুরবস্থা।’
মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অথচ মন্ত্রীরা বলছেন এখনো নাকি দাম সহনীয় পর্যায়ে আছে, আয় বেড়েছে। অর্থনীতিতে প্রকৃত আয় বলে একটা কথা আছে সেই প্রকৃত আয় মানুষের একটুও বাড়েনি বরং কমেছে। গত রবিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটা প্রেস কনফারেন্স করে বলেছে, সরকার মিথ্যা তথ্য দিচ্ছে। প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে।’
‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো দিন ক্ষমতায় আসেনি। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছি। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করতে ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদিন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি হাজী আবুল হোসেন, সহসভাপতি মোকসেদ আলী মঙ্গলীয়া, মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন প্রমুখ। -অনলাইন ডেস্ক