• সারাদেশ

    দিনাজপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে মারামারি

      প্রতিনিধি ২২ মার্চ ২০২২ , ১:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

    মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম) দিনাজপুর সদরের মসজিদের ভেতর কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে জয়রামপুর গ্রামের জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে মসজিদের ভেতর মারামারিতে মোঃ সৈয়দ নামে এক ব্যক্তি আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায় কমিটি গঠনকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে সৈয়দ কে মারধর করা হয়েছে এতে সৈয়দের কোন দোষ ছিল না,পূর্ব পাড়ার পাঁচজন কমিটির সিদ্ধান্ত দেয়া হলে,পশ্চিম পাড়ার তিন জনের নাম দেয়ার পর চার জনের নাম উল্লেখ করতেই পূর্বপাড়ার কমিটি ক্ষিপ্ত হয়ে পশ্চিমপাড়া কমিটির ওপর চড়াও হয়ে মসজিদের ভিতরেই মারামারি করে,মোঃ সৈয়দ আলী বলেন ঝগড়ার থামিয়ে দেয়ার জন্য এগিয়ে যাওয়া মাত্রই তারা শত্রুতামূলক আমার বাম চোখে ঘুসি মারে কালশিরা জখম হয়,এবং শ্রীলতাহানি ঘটায় তাৎক্ষণিক আমাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর। দিনাজপুর কোতয়ালি থানায় হাজির হইয়া এজাহার প্রসঙ্গে ১/মোঃ হারিসুল ইসলাম (৩০)২/মোঃ হাফিজুর ইসলাম (৩৭) ৩/মোঃ হাবিবুর রহমান (৩৩)সর্ব পিতা মোঃ আনসার আলী ৪/মোঃ আনসার আলী (৬০)পিতা মৃত বুধু মোহাম্মদ ৫/মোঃ আজগার আলী (৬০) ৬/মোঃ আফসার আলী (৫৬)৭/ মোঃ আজাহার আলী (৫৪) সর্ব পিতা এমার উদ্দিন ৮/ মোঃ মোস্তফা পিতা মৃত ফজলুর রহমান মোঃ মেহেরাব আলী পিতা-মৃত মনির উদ্দিন সর্ব সাং জয়রামপুর পূর্বপাড়া জয়রামপুরে জামে মসজিদের পূর্বের কমিটির বিলুপ্তর পর নতুন কমিটির আলোচনার সিদ্ধান্তের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নিধারণের জন্য আলোচনা শুরু হয় গত ১১/৩/২০২২ ইং রোজ শুক্রবার সময় দুপুর অনুমানিক ঘটিকার মসজিদের ভেতরে আলোচনাকালে পূর্বপাড়ার ৫ জন সদস্য নির্ধারণ করেন কিন্তু পশ্চিমপাড়ার ৫ জন সদস্যের মধ্যে তিনজন সদস্য ৪ জন সদস্যের নাম উল্লেখ করা মাত্রই উপরোক্ত ৭নং আসামির হুকুমে ১-৯নং আসামি গনের বেআইনি একতা দলবদ্ধ হইয়া এলোপাতাড়ি মারধর করে,কিন্তু আমি জামাত সেক্রেটারি হইতেছি এই সুবাদে মসজিদের ভেতর জেনো কোন উত্তেজনা না হয় তাই আগাইয়া আসা মাত্রই আসামীগণরা আমার কে শত্রুতামূলক আক্রমণ করে এ বিষয়ে আমি আইনের কাছে শ্রদ্ধাশীল মসজিদ একটা শান্তির জায়গা সেখানে তাদের এধরনের আচরণ কখনোই কাম্য নয় বলে মনে করেন পশ্চিমপাড়া মানুষ আরো বলেন তারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তাদের উশৃংখল আচরণ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও সুষ্ঠু বিচার চান পশ্চিম পাড়ার মানুষ। বর্তমানে মসজিদে দুটি জামাত হচ্ছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content