প্রতিনিধি ২৫ মার্চ ২০২২ , ৩:০১:৩৯ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে ইটবোঝাই ও আলুবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে ২ জণের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২ জন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইটবোঝাই ট্রাকের চালক বগুড়ার নন্দীগ্রাম এলাকার ৪৫ বছর বয়সী সরোয়ার হোসেন ও হেলপার নাটোরের সিংড়া থানার জয়নগর কলম গ্রামের ৪৮ বছর বয়সী সাইফুল ইসলাম। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনাস্থলেই নিহত হন ইটবোঝাই ট্রাকের চালক-হেলপার। আহত হন অন্য ট্রাকের চালক-হেলপার।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।