• সারাদেশ

    দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ ব্যক্তির

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২২ , ৩:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে ইটবোঝাই ও আলুবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে ২ জণের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২ জন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
    নিহতরা হলেন ইটবোঝাই ট্রাকের চালক বগুড়ার নন্দীগ্রাম এলাকার ৪৫ বছর বয়সী সরোয়ার হোসেন ও হেলপার নাটোরের সিংড়া থানার জয়নগর কলম গ্রামের ৪৮ বছর বয়সী সাইফুল ইসলাম। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনাস্থলেই নিহত হন ইটবোঝাই ট্রাকের চালক-হেলপার। আহত হন অন্য ট্রাকের চালক-হেলপার।
    পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content