• খুলনা বিভাগ

    যুগীখালী ইউনিয়নের নারী সদস্যদের মাঝে ছাগল ও কৃষক ক্লাবে স্প্রে মেশিন বিতরণ

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৬:৩৩:০৩ প্রিন্ট সংস্করণ

    জন অমৃত মন্ডল (দিনাজপুর২৪.কম) নারী সদস্যদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কলারোয়া উপজেলায়, যুগীখালী ইউনিয়নের ৩৩ জন সেল্প-হেল্প গ্রুপের নারী সদস্যদের মাঝে ছাগল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি স্যালভেশন আর্মী বাংলাদেশ কমান্ডের উর্ধতন কর্মকর্তা মেজর গেনেন্দ্র বাড়ৈ, মেজর গাব্রিয়েল দেউরী, মেজর বিভুদান সমদ্দার ও যুগীখালী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগন। লাইভলিহুড সিকিউরিটি এন্ড কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে যুগীখালী ইউনিয়নে ১৫ টি সেল্প-হেল্প গ্রুপের সদস্যদের মাঝে চলতি বছরে সর্বমোট ৬৩ টি ছাগল বিতরন করা হয়। এ ছাড়া এ সময় ৩ টি কৃষক ক্লাবের সদস্যদের হাতে ৩ টি স্প্রে মেশিন তুলে দেয়া হয়। চলতি বছরে ৬ টি কৃষক ক্লাবে ২৬ টি ব্রি-৮১ জাতের বোরা ধান চাষ প্রদর্শনী ও ৯ টি স্প্রে মেশিন সহায়তা প্রদান করা হয়। যুগীখালী ইউনিয়নের সাধারন জনগনের মাঝে বিভিন্ন সচেতনতা কার্যক্রম ও জীবিকায়ন সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে ফলপ্রসূ ও টেকসই গ্রামীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে দি স্যালভেশন আর্মী নামক উন্নয়ন সংস্থা।
    ঃনফ.পড়স/

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content