• সারাদেশ

    চিরিরবন্দরে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৬:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    জন অমৃত মন্ডল (দিনাজপুর২৪.কম) ২৪ শে মার্চ ২০২২ ইং বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে চিরিরবন্দর উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ল্যাম্ব যক্ষ্মা কর্মসূচির সহযোগিতায় অত্র স¦াস্থ্য কমপ্লেক্সে যথাযথ স¦াস্থ্য বিধি মেনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাতে বক্তব্য রাখেন ঞখঈঅ মোঃ আশরাফুজ্জামান,টিবি কন্ট্রোল অফিসার বিপ্লব মন্ডল, ল্যাম্ব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাসরিন নাহার কনক, গঙউঈ ডাঃ তাবাসসুম মৌরিনা ও উপজেলা স¦াস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাব্বির হায়দার। এবারের প্রতিপাদ্য বিষয় বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে। বক্তাগন প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোকপাত করার পাশাপাশি যক্ষ্মা রোগের ভয়াবহতা, চিকিৎসা ও যক্ষ্মা নিয়ন্ত্রণে সকলের করনীয় তুলে ধরেন।আলোচানা সভা শেষে যক্ষ্মা রোগের প্রচারের জন্য মাইক দ্বারা উপজেলাধীন গ্রাম পর্যায়ে মাইকিং করানো হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content