• রংপুর বিভাগ

    বিরামপুরে স্বাধীনতা দিবস পালিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৬:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। স্থানীয় আনসার মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লেসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারী কমিশনার (ভুমি) মুহসিয়া তাবাসসুম, সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার রায়, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ, আব্দুর রহিম, ইসাহাক আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কু-ু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমূখ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content