• রংপুর বিভাগ

    দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৬:৪৫:০৬ প্রিন্ট সংস্করণ

    মাহবুবুল হক খান (দিনাজপুর২৪.কম) সারা দেশের ন্যায় দিনাজপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জেলাবাসি স্মরন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী, ফ্রি মেডিকেল ক্যাম্প, মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-কারাগার, ভবঘরে কেন্দ্রসমূহে ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
    ২৬ মার্চ শনিবার দিবসের শুরুতে সকাল ৬টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মতিস্তম্ভে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, এছাড়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএমসহ (বার) জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মতিস্তম্ভে হুইপ ইকবালুর রহিম এমপির শ্রদ্ধা নিবেদনের পর জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর শদ্ধা নিবেদন করেন দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পৌরসভা কাউন্সিলরবৃন্দ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া চেহেলগাজী মাজারে বিভিন্ন সংগঠন পুস্পাঞ্জলি অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করেন।
    এদিকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ বড়মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শারিরীক কসরত প্রদর্শন করে। জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য সধীবৃন্দ বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content