• Top News

    করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৬৫

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৬:৫৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    -পুরনো ছবি

    (দিনাজপুর২৪.কম) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

    আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবারও করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

    গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৩৪টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৩৬টি।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।