প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৮:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ
সুকুমার বাবু দাস (দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ের আটোয়ারীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় এক ব্যক্তি কে আটক করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটে গত ২৭/০৩/২০২২ তারিখ আনুমানিক রাত ১০ টায়। ঘটনা সুত্রে জানা যায় তোডেয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি, বোয়ালমারী গ্রামের মৃত দায়মুল হকের স্ত্রীর সাথে নলপুকুরী শাক পাড়া গ্রামের মৃত লুৎফর রহমান এর ছেলে মোঃ রুমি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবা নারীকে অনৈতিক ও অসামাজিক কাজে লিপ্ত করতে বাধ্য করে। স্বামী না থাকায় প্রতারক রুমি ওই বিধবা মহিলার মোবাইল নাম্বার সংগ্রহ করে একাধিকবার ফোন দিয়ে বিরক্ত করতে থাকে।এক পর্যায় প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার সংসারের যাবতীয় খরচ ও ছেলে-মেয়ের ভরণপোষণ চালাবো, তবুও তোমাকে আমি বিয়ে করবো। ভিকটিমের জবানবন্দি মতে প্রতারক রুমি প্রায় রাতেই ভিকটিমের সাথে রাত কাটাতো। এলাকাবাসী বিষয়টি জানতে পারলে প্রতারককে ধরার জন্য চেষ্টা চালায় এবং সফল হয়। এলাকাবাসী প্রতারকে ধরতে পেরে রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যকে কে নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চালায়।এরই ফাকে প্রতারক রুমি কৌশল খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই বিধবা নারীকে মিথ্যা কথা বলাতে বাধ্য করেন যে পাওনা টাকা ফেরত দিতেই সে আমার বাড়িতে আসে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টি সমাধান দিতে না পেরে পরবর্তীতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম এর কাছে হস্তান্তর করেন। উপজেলা নির্বাহি অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতারক রুমিকে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ভিকটিম বলে যে ওই প্রতারক রুমিকে বাঁচাতে আমি মিথ্যা কথা বলেছি এখন সে আমাকে আর বিয়ে করতে চায় না,আমার মান সম্মান,ইজ্জত সব নষ্ট করে চলে গেছে আমি এর ন্যায্য বিচার চাই। বর্তমানে ওই বিধবা নারী সঠিক বিচারের আশায় দিন কাটাচ্ছে।ওই বিধবা নারীর সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ মুক্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতিপূর্বে প্রতারক রুমিকে আটক করার চেষ্টা করলে সে একটি বাইসাইকেল রেখে পালিয়ে যান কিন্তু আজকেও পালিয়ে যাওয়র চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়ে যায়।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।