প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৯:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট শুরু হয়েছে আবার। বৃষ্টিতে থেমে যাওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) রাতে আবার কনসার্ট শুরু হয়।
এরই মধ্যে সন্ধ্যায় শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়।
এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতির সময় শুরু হয় বৃষ্টি। একটানা ৩৮ মিনিট পর বৃষ্টি থামলে কনসার্ট আবার চালু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে এ আর রহমান বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন। -ডেস্ক রিপোর্ট