• Top News

    রমজানে সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২২ , ১০:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এক ঘণ্টা সময় বাড়িয়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে বলে বুধবার পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এতে বলা হয়, রোজার শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

    দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়।

    এর আগে ১ মার্চ থেকে সিএনজি স্টেশন পাঁচ ঘণ্টা চালু রাখার ঘোষণা করে পেট্রোবাংলা। বর্তমানে বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content