প্রতিনিধি ৩১ মার্চ ২০২২ , ৬:২৮:১৬ প্রিন্ট সংস্করণ
নির্ঘুম রাত
-লুবনা আফরিন
ঘুম না আসা গভীর রাতে
একাকী মনের কল্পনাতে
রেখেছিলে হাত এই দুটি হাতে
ভালবাসার স্বপ্ন ভাসে প্রভাতে ।
ভোর হয় সূয্য ওঠে-
মধুর সূরে পাখিরা ডাকে
মিস্টি ছোয়া পায় যে তোমার ঠোটে
আজ ভালবাসতে কে করবে মানা
কিছু সম্পর্ক থাকে জানা-অজানা
চলো হারিয়ে যায় ছাড়িয়ে সীমানা
যেখানে থাকব শুধু আমরা দুজনা।